মানব কম্পিউটারঃ ক্যাথারিন জনসন
এই গল্প যত না বিজ্ঞানের, গণিতের, তার চেয়ে অনেক বেশি করে একজন আফ্রো-আমেরিকানের। এক কৃষ্ণাঙ্গ নারীর জীবনের গল্প। নাসার গবেষণাগারে ডিজিটাল কম্পিউটার এসে পড়ার পরও মহাকাশচারীরা একেকজন স্পষ্টই জানিয়ে দিতেন, কম্পিউটারের হিসেবনিকেশকে যদি ক্যাথারিন জনসন দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করে নির্ভুল বলে রায় না দেন, তাঁরা কোনোভাবেই কম্পিউটারের সেই সমস্ত হিসেবের উপরে ভরসা করে রকেটে চাপবেন না। এমনটাই ছিল তাঁর প্রতিপত্তি। আজ সেই ক্যাথারিন জনসনের উপাখ্যান। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ৩৩)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 01 November, 2021 | 516 | Tags : Katherine Johnson Human Computer National Aeronautics and Space Administration (NASA) Mercury Mission Series on Female Scientists